কলকাতা

‘‌এনপিআর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ুন’‌, সব বিরোধী রাজ্যকে আবেদন মুখ্যমন্ত্রীর

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ এনপিআর প্রক্রিয়া রাজ্যে চালু করার আগে সেটা যেন সবাই ভালো করে পড়ে দেখেন। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি ছাড়া উত্তরপূর্বের বাকি রাজ্যগুলি বিজেপিশাসিত। তাসত্ত্বেও সব উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দেশের সব কটি বিরোধীশাসিত রাজ্যের সরকারের কাছে আবেদন জানিয়ে মমতা বলেছেন, ‘ত্রিপুরা, অসম, মণিপুর এবং অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্বের সব রাজ্যকেই আমার আবেদন এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ে দেখুন। আমি তাদের অনুরোধ করব এতে অংশগ্রহণ না করতে।‌ কারণ এটা খুবই মারাত্মক।’‌ এনপিআর-ই এনআরসি, সিএএ শুরুর প্রথম প্রক্রিয়া বলে রাজ্যগুলিকে সতর্ক করেছেন মমতা। বিরোধীশাসিত রাজ্যের বিধানসভার কাছে তাঁর আবেদন, ‘‌আমি সব রাজ্যকেই আবেদন করব সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাস করতে এই মর্মে যে এটা প্রত্যাহার করতে হবে।’‌