দেশ

এবার এনআরসি বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেল বিহার বিধানসভায়

বিহারঃ এবার প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়ে গেল বিহার বিধানসভায়। আজ অর্থাত্‍ মঙ্গলবারই বিধানসভায় এনপিআর-এর বিরুদ্ধে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এর আগে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর নিয়ে আরজেডি বিধায়ক তেজস্বী যাদবের মুলতুবি প্রস্তাবে বিহার বিধানসভায় জবাব দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশের জবাবে কার্যত কেন্দ্রকে হুঁশিয়ারিই বলা ভালো। জানিয়ে দেন, ২০১০ সালের পদ্ধতি মেনেই এনপিআর লাগু করতে হবে বিহারে। এদিন নীতিশ কুমার বলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী পদে আমি যতদিন রয়েছি ততদিন কোনও সম্প্রদায়ের সঙ্গে অন্যায় হতে দেব না। রাজ্যে এনআরসি হবে না। আর এনপিআর করতে হবে ২০১০ সালের ফর্ম্যাট মেনেই। বিভেদমূলক নীতি মানবো না। এটাই রাজ্য সরকারের অবস্থান।’