কলকাতা

এবার মুখ্যমন্ত্রীকেই রাজভবনে তলব করে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

কলকাতাঃ নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল রাজ্যের বিভিন্ন জেলা। পরিস্থিতি পর্যালোচনায় আগামিকাল রাজভবমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়ে আগে মুখ্যসচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়েছিলে তিনি। আজ সকাল ১০টা তাঁদের আসতে বলেছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁরা নির্ধারিত সময়ে দেখা করেননি। রাজ্যের মুখ্যসচিব ও ডিজির অনুপস্থিতিতে অসন্তুষ্ট হয়েছেন রাজ্যপাল। তার পরেই মুখ্যমন্ত্রীকে তলব করেন তিনি। তবে মুখ্যমন্ত্রী তাঁর সুবিধামতো সময়ে রাজভবনে আসতে বলেছেন তিনি।