নারায়ণগড়ে দলীয় নেতা কর্মীদের দেখতে গিয়ে এক সভা থেকে শাসক দলকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ তিনি বলেন, “বিগত দিনে এক সুন্দরী এমপি ছিলেন মেদিনীপুর কেন্দ্রের ৷ কিন্তু কোনও দিন আসেননি জেলার মানুষের সঙ্গে দেখা করতে ৷ তবে আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে ৷ পাশাপাশি তিনি তৃণমূল নেতা কর্মীদের হুমকি দিয়ে বলেন, “এখনই পারেন তো শুধরে যান, না হলে এমন মারব যে প্লাস্টিক সার্জারি করে,যেখানে আপনাদের বউ আপনাদেরকে চিনতে পারবে না ৷ ”


