জেলা

‘এমন মারবো, প্লাস্টিক সার্জারি করলে নিজের বউও চিনতে পারবে না’, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

নারায়ণগড়ে দলীয় নেতা কর্মীদের দেখতে গিয়ে এক সভা থেকে শাসক দলকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ তিনি বলেন, “বিগত দিনে এক সুন্দরী এমপি ছিলেন মেদিনীপুর কেন্দ্রের ৷ কিন্তু কোনও দিন আসেননি জেলার মানুষের সঙ্গে দেখা করতে ৷ তবে আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে ৷ পাশাপাশি তিনি তৃণমূল নেতা কর্মীদের হুমকি দিয়ে বলেন, “এখনই পারেন তো শুধরে যান, না হলে এমন মারব যে প্লাস্টিক সার্জারি করে,যেখানে আপনাদের বউ আপনাদেরকে চিনতে পারবে না ৷ ”