বৃহস্পতিবার সকাল সকাল দলের কর্মীদের সঙ্গে আড্ডা চলছিল তাঁর। তাঁদের উদ্দেশ্যেই তাঁর এবারের মন্তব্য, ‘ঘরে বসে রাজনীতি হয় না। এমন রাজনীতি করুন, যাতে জেলে যেতে হয়।’ তারপরেই শোনা গেল আশপাশের দলের সদস্যদের গদগদ হাসি।
আইন ভঙ্গ করলে জেলে যেতে হয়। তাহলে কি দলীয় কর্মীদের আইন ভঙ্গ করতে বলছেন দিলীপ ঘোষ? যতই চেষ্টা করুন তিনি, কিন্তু বিতর্কিত মন্তব্য করার থেকে হয়ত স্বয়ং প্রধানমন্ত্রীও তাঁকে আটকাতে পারবেন না। বিশিষ্টজনেরা বলছেন, সংবাদের শিরোনামে থাকার জন্যেই মন্তব্য করতে থাকেন বিজেপির দিলীপ ঘোষ। সম্ভবত সেটাই সত্যি।
বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের মঙ্গলপাণ্ডে পার্কে ‘মর্নিং ওয়াক’– এ যান দিলীপ ঘোষ। সেখানেই রাজনৈতিক আড্ডা জমে বিজেপির কর্মীদের সঙ্গে। দলীয় নেতৃত্ব নিয়ে হতাশার কথা জানালে দিলীপ ঘোষের এই মন্তব্য। কিন্তু কেন? তিনি আসলে তাঁদের উজ্জ্বীবিত করতে চেয়েছিলেন এই বক্তব্যের মাধ্যমে। ‘যে জেলে যাবে না, সে ভাই কোনওদিন নেতা হবে না। ওটা যদি না করতে চান, তাহলে চলে যান। ওরা যদি আপনাকে না ধরে, তাহলে এমন কিছু করুন যাতে ধরতে বাধ্য হয়। তবেই লোকে আপনাকে মানবে।