কলকাতা

এলআইসি-র শেয়ার বিক্রির প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের ছাত্র পরিষদের, পুড়ল মোদির কুশপুতুল

কলকাতাঃ বাজেটে এলআইসি-র অংশীদারিত্ব বিক্রির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে এহেন ঘোষণা পর থেকেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এজেন্ট এবং আমানতকারীদের মধ্যে। এমনকি জীবনবিমা সংস্থার কর্মীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই বিক্ষোভ-আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে শ্রমিক ইউনিয়নগুলি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এলআইসি কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। ৬৩ বছর ধরে চলা এই জীবনবিমা নিগমের ভিত নড়ে যাওয়ায় অসন্তুষ্ট এলআইসি-কর্মচারী মহল। একদিকে যখন বিক্ষোভে সামিল হচ্ছেন এলআইসি’র কর্মচারীরা, অন্যদিকে আজ ২টো নাগাদ কলকাতায় এলআইসি অফিসে বিক্ষোভ শুরু করে রাজ্য কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা। কলকাতায় জীবনবিমা সংস্থার দফতরের গেট আটকে বিক্ষোভ দেখান তারা।  সেখানেই পোড়ান হয় নরেন্দ্র মোদির কুশপুতুল।