কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুর: এলাকা দখলের লড়াইয়ে প্রাণ গেল এক হাতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া রেঞ্জের পাতরীশোল বীটের মাগুরাশোল মৌজায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত হাতিটি এলাকার রেসিডেন্সিয়াল হাতি নামে সুবিদিত ছিল এলাকায়। এলাকার জঙ্গলে প্রায় হাতিটি থাকতো। গত কয়েকদিন আগেই এই জঙ্গলে ২৫ – ৩০ টি হাতির পাল প্রবেশ করে। জঙ্গলের একছত্র আধিপত্য থেকে বঞ্চিত হচ্ছে এই নিয়ে দুই হাতির মধ্যে লড়ায় বাঁধে বলে জানা যায়। তাতেই প্রাণ যায় রেসিডেন্সিয়াল হাতিটির। স্থানীয় বাসিন্দারা সকালে মাঠের দিকে গেলে দেখতে পায় হাতিটি মৃত অবস্থায় পড়ে আছে আর চারিদিকে লড়ায় করার জন্য পায়ের ছাপ পড়ে রয়েছে। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছেছে। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে কিভাবে হাতিটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে বনকর্মীরা। মৃত হাতিটিকে দেখতে এলাকায় ভীড় জমিয়েছে স্থানীয় বাসিন্দারা।