কলকাতা

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খাদান তৈরি হবে বাংলায়, লক্ষাধিক কর্মসংস্থান

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ বীরভূমের দেউচা পাঁচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খাদান প্রকল্প হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ নবান্নে কয়লাখনি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন দেশের কয়লা সমস্যা এখান থেকে সমাধান হয়ে যাবে। এটা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এই প্রকল্পে। বীরভূম, বর্ধমান, হুগলির সঙ্গে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা বিশেষ ভাবে উপকৃত হবে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনেক দিন ধরে আমরা এটা করতে চাইছিলাম অবশেষে এটা সম্পূর্ণ করতে পারলাম। মুখ্যমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে মউ স্বাক্ষরিত হবে। এই কাজ সম্পূর্ণ করতে প্রাথমিক পর্বে ১২ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে বলে তিনি মনে করেন। তবে পরবর্তীতে খরচ আরও বাড়বে বলেই জানিয়েছেন তিনি। তবে এই ক্ষেত্রে কোন তাড়াতাড়ি না করেই কাজ করতে চাইছে রাজ্য সরকার। গোটা বিশ্বে যারা যোগ্য তাদের এখানে নিয়ে এসে সমীক্ষা করা হবে। সমীক্ষা করার পর তবেই কাজ শুরু করা হবে। এই জন্য মুখ্যসচিব এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও জানিয়েছেন যে, কয়লা উত্তোলন করতে আরো পাঁচ বছর সময় লাগবে। পাথর কেটে তারপর সেখান থেকে কয়লা তোলা হবে। ১১ হাজার ২২২ একর জমির উপর এই খনি অবস্থিত। ওখানে চার হাজার মানুষ বসবাস করে। তাদের পুনর্বাসনের কাজটিকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। তাদের পুনর্বাসন সম্পন্ন হওয়ার পর তবেই কাজে হাত দেবে রাজ্য।