কলকাতা

‘এসব কি বাংলার গর্ববোধ বাড়াতে সাহায্য করে?’, নুসরতের টিকটক নিয়ে কটাক্ষ সূর্যকান্তের

কয়েকদিন আগেই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান তাঁর টিকটক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বল্পবসনা নুসরতের ওই ভিডিও নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। সূর্যবাবু তার টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘শিল্পী কলাকুশলীরা নমস্য ব্যক্তি। যে কেউ এসব গুণাবলী আয়ত্ত করতে পারেন না। কিন্ত যাঁরা এঁদের নিজেদের স্বার্থে রাজনৈতিক রঙ্গমঞ্চে নিয়ে এসে সাংসদ নির্বাচিত করিয়ে পাঠান তাঁদের লজ্জাবোধ নিয়ে সংশয়ের কারণ আছে।’ এখানেই থামেননি সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য। লিখেছেন, ‘এসব কি বাংলার গর্ববোধ বাড়াতে সাহায্য করে?’ দেখুন সেই ভিডিও –

https://www.tiktok.com/@nusratchirps/video/6818589096630291713