মালদা

এসসি এসটি হাব প্রকল্প নিয়ে কর্মশালা, সচেতনতা আলোচনা শিবির

হক জাফর ইমাম, মালদাঃ বৃহস্পতিবার মালদা জেলা শিল্প কেন্দ্রে জাতীয় এসসি. এসটি. হাব প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও তপশিলী উপজাতি প্রকল্পের আওতায় সম্ভাব্য উদ্যোগীদের নিয়ে মহাকুমা পর্যায়ে এক দিনের সচেতনতা শিবির ,আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিল তপশিলি জাতি ও উপজাতির উদ্যোগী

ছেলেমেয়েরা। এই দিনের অনুষ্ঠানে প্রায় ১০০ জন উদ্যোগী ছেলে মেয়েদের কিভাবে অনলাইনের মাধ্যমে সরকারি আর্থিক সাহায্য পেতে পারে তারই বিবরণ দেওয়া হয়। তপশিলি জাতি ও উপজাতির মেয়েরা যদি বিউটিশিয়ান বা বুটিকের ব্যবসা করতে চান সে বিষয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) অর্নব চ্যাটার্জি,সদর মহাকুমা শাসক পার্থ চক্রবর্তী ও ডিআইসি জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল।