‘এয়ার ইন্ডিয়া’র এবার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিল মোদি সরকার। কেনার জন্যে ১৭ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে বলে জানানো হয়। জানা গিয়েছে, এরপরই এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী। এনিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে টাটার কথা হয়েছে বলেও খবর। এই নিয়ে এখন তুঙ্গে জল্পনা। সেখানে একটি শর্ত রাখা হয়েছিল। যে সব সংস্থা এই নিলামে সামিল হতে চায় তাদের সংস্থার অন্যান্য দায়দায়িত্বের পাশাপাশি ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝাও নিতে হবে। স্বাভাবিকভাবে এত বড় আর্থিক বোঝা নিয়ে কে সংস্থা চালানোর দায়িত্ব নেবে? এই প্রশ্ন উঠতে শুরু করে। অনুমান করা হয়েছিল টাটা গোষ্ঠী কিনতে পারে এয়ার ইন্ডিয়া। আর সূত্রের খবর, সরকারি এই সংস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী।