
কলকাতাঃ কলকাতায় ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ইতিহাসকে তুলে ধরতে এ দিন একগুচ্ছ পরিকল্পনার কথাও শোনান প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের পাঁচটি সংগ্রহশালাকে আন্তর্জাতিক মানের করে তোলা হবে। সেই কাজ শুরু হবে কলকাতার ভারতীয় জাদুঘর দিয়ে। পরবর্তী কালে দিল্লি, চেন্নাই, বারাণসী ও শ্রীনগরের একটি করে সংগ্রহশালাকেও একই কায়দায় গড়ে তোলা হবে। ভিক্টোরিয়ায় বাংলার বিপ্লবীদের নিয়ে বিশেষ গ্যালারি খোলা হবে। ২০২২ সালে রাজা রামমোহনের জন্মের আড়াইশো বছর পালিত হবে। দেশে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হেরিটেজ কনজারভেশন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলার কথা জানান তিনি। এ দিন কারেন্সি বিল্ডিং থেকে বেরিয়ে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া সেতুর নতুন আলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।





