বিদেশ

করাচিতে বিষাক্ত গ্যাস লিক করে মৃত ৬, অসুস্থ শতাধিক

পাকিস্তানে বিষাক্ত গ্যাস লিক করে মৃত হল ৬ জনের। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক মানুষ। সূত্রের খবর, মধ্যরাতে করাচির কেমারি এলাকা থেকে আচমকা ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন রয়েছে সেখানে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গ্যাস লিক হতে পারে সেখান থেকেই। তবে করাচির ওই এলাকায় বিপর্যয় ঘটলেও, বিষাক্ত গ্যাসের সূত্র ঠিক কী, তা নিয়ে বিতর্ক রয়েছে। একটি সূত্র বলছে, কারখানার গ্যাস সরবরাহের পাইপলাইন থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করার ফলেই এই ঘটনা ঘটেছে। আবার অনেকের দাবি, পাকিস্তানের করাচি বন্দর এলাকায় আসা কোনও মালবাহী জাহাজ থেকে রাসায়নিক পদার্থ নামানোর সময়ে গ্যাস নির্গত হতে পারে । নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ড্যামেজ বিভাগের কর্তারা খতিয়ে দেখছেন বিষয়টি।