দেশ

করোনাঃ ফের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ফের কি বাড়ছে লকডাউন? জল্পনা তুঙ্গে

নয়াদিল্লিঃ করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি খুব একটা আয়ত্তের মধ্যে নেই। এই পরিস্থিতিতে কি ফের বাড়ছে লকডাউন? যদিও সূত্রের খবর, কিছু কিছু ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হতে পারে। এমনকি গ্রিন জোনগুলিতে উঠতে পারে লোকডাউন। তবে এই সমস্ত কিছু সিদ্ধান্ত সমস্র রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে ফের বৈঠক ডেকেছেন তিনি। আগামী ২৭ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বৈঠক হবে। যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই উপস্থিত থাকবেন। থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, রাজ্যগুলির হালহকিকত জানা এবং লকডাউন তোলার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।