করোনা পরিস্থিতিতেও রাজভবন-নবান্ন সংঘাত অব্যাহত রয়েছে। কোভিডের তথ্য গোপন করা হচ্ছে বলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে টুইটে রাজ্যপাল লেখেন, ‘করোনার তথ্য লুকোনো বন্ধ করে সবার সামনে তা প্রকাশ করুন।’ শুধু তাই নয়। করোনা সংক্রান্ত রাজ্যের দুটি নথিও টুইট করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যার একটিতে রয়েছে ৩০ এপ্রিল স্বাস্থ্য দফতরের বুলেটিনে করোনা অ্যাকটিভের সংখ্যা এবং ওই তারিখে মুখ্যসচিব কেন্দ্রকে মোট করোনা আক্রান্তের যে তথ্য দিয়েছিলেন সেই চিঠিটি। ৩০ এপ্রিল রাজ্যে করোনা অ্যাকটিভের সংখ্যা ছিল ৫৭২। মুখ্যসচিব কেন্দ্রকে চিঠি দিয়ে জানান রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯৩১। গতকাল ১ মে রাজ্যের স্বাস্থ্য দফতর কোনও বুলেটিন প্রকাশ করেনি। এমনকি স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটটিও ঠিক মতো কাজ করছিল না। তথ্যের অসঙ্গতি এবং গতকাল বুলেটিন প্রকাশ না করা নিয়েও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন রাজ্যপাল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনেও বাংলার গত ২৪ ঘণ্টার তথ্য আপডেট করা হয়নি।