ইতালির ভেনিসে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সাত নম্বর পার্টের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাবে তা পিছিয়ে দিতে বাধ্য হল প্রযোজক সংস্থা প্যারামাউন্ট পিকচার্স । রিপোর্ট অনুযায়ী, ১৫০ জন মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতালিতে। তাই পাবলিক প্লেসে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। প্যারামাউন্টের তরফ থেকে জানানো হয়েছে, “পাবলিক প্লেসে মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার। এছাড়া আমাদের কাস্ট অ্যান্ড ক্রুয়ের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা ভেনিসে ‘মিশন ইম্পসিবল’-এর তিন সপ্তাহের প্রোডাকশন প্ল্যানকে পরিবর্তন করছি।” প্রযোজক সংস্থার তরফ থেকে এটাও বলা হয় যে, “এই অবস্থায় আমরা সবাইকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছি। পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছি আমরা।” ‘মিশন ইম্পসিবল’-এর এই পার্টটা মুক্তি পাওয়ার কথা ২০২১ সালের ২৩ জুলাই । এরপরেও একটা পার্ট বেরোবে যার নাম ‘মিশন ইম্পসিবল ৮’। সেটি মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ৫ অগাস্ট। দুটি ইনস্টলমেন্টই পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাকুয়ারি। ‘মিশন ইম্পসিবল’-এর ভক্ত নয়, এমন মানুষ পাওয়া খুব মুশকিল। টম ক্রুজ অভিনীত এই সিরিজ মুহূর্তে বদলে দিতে পারে দর্শকের মুড। অসম্ভব মিশনকে টম কী করে সম্ভব করে দেখান, তা দেখতে মুখিয়ে থাকে সিনেপ্রেমীরা। তবে এবার প্রত্যাশিত সময়ে নিজেদের প্রিয় এই সিনেমা দর্শকরা দেখতে পাবেন কিনা তা সঠিকভাবে বলা যাচ্ছে না।