করোনার সতর্কতার জেরে এবার কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতি দিতে বাধ্য হল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। তবে তাতে কাজের ক্ষতি করা যাবে না, এই শর্তও দেওয়া হয়েছে। আরবিআইয়ের সদর দপ্তর মুম্বইতে। দেশজুড়ে মোট ১৪ হাজার কর্মীর মধ্যে ৪ হাজার জনই মুম্বইতে কাজ করেন। আর করোনা সংক্রমণে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রেই। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আরবিআই। ব্যাংকের তরফে কেন্দ্রীয় এবং অন্যান্য আঞ্চলিক দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত ক্ষেত্রে কর্মীরা বাড়ি থেকে বসে কাজ করতে পারবেন, সেগুলি চিহ্নিত করতে। তাঁদেরকে এর অনুমতি দেওয়া হবে। তবে বিশেষ প্রযোজনে সেই কর্মীদের যে কোনও সময় অফিসে আসার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।


