নয়াদিল্লিঃ করোনা মোকাবিলায় জমায়েত না করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই অবস্থায় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সতর্কতার জেরে ভিডিও কনফারেন্সেই সারা হবে জরুরি মামলার শুনানি। আদালতে জমায়েত এড়াতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। রাতে করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে একটি জরুরি মিটিং ডাকেন প্রধান বিচারপতি এসএ বোবদে। সেখানেই আলোচনা করা হয়, দেশের এই জরুরি পরিস্থিতিতে কীভাবে কাজ করা উচিত সুপ্রিম কোর্টের। কারণ দেশের নানা প্রান্তে যেভাবে ছড়াচ্ছে এই ভাইরাসের আক্রমণ, তাতে এক জায়গায় বহু মানুষের জমায়েত ঠিক নয়। প্রধান বিচারপতি এসএ বোবদের ডাকা মিটিংয়ে উপস্থিত ছিলেন বিচারপতি অরুণ মিশ্র, ইউইউ ললিত, ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বরা রাও প্রমুখ। এইমস ও আইসিএমআর-এর অভিজ্ঞ চিকিত্সকরাও ছিলেন মিটিংয়ে। সেখানেই সিদ্ধান্ত হয়, আপত্কালীন পরিস্থিতিতে আপাতত বন্ধ থাকবে আদালত। কিন্তু অতিজরুরি কিছু মামলার কারণে পুরোপুরি বন্ধ রাখা যাবে না কাজকর্ম। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু মামলার শুনানি করা হবে। সুপ্রিম কোর্টের ই-কমিটির চেয়ারম্যান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ঘোষণা করেন, মানুষের সঙ্গে মানুষের সংযোগ কমানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যে কোনও মামলাই অনলাইনে ই-ফাইলিং করতে পারবেন আইনজীবীরা।


