দেশ

করোনায় চতুর্থ বলি দেশে, পাঞ্জাবে মৃত্যু হল বৃদ্ধের

নোভেল করোনায় চতুর্থ মৃত্যু হল দেশে। কর্ণাটক, দিল্লি, মুম্বইয়ের পর এবার পাঞ্জাবে মৃত্যু হল এক করোনা আক্রান্তের। এর আগে তিনজনের মৃত্যু হয়েছে দেশে। এবার বলি ৭২ বছরের বৃদ্ধ। পাঞ্জাবের নয়াশহরে এই বাসিন্দা করোনার বলি হলেন। দু’‌সপ্তাহ আগে ইটালি থেকে জার্মানি গিয়ে তারপর দেশে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। বুকে ব্যথা হচ্ছিল বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে রক্ত পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়েছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৮ গিয়ে পৌঁছল বৃহস্পতিবার।