কলকাতা

করোনার জেরে রাজ্যে আর্থিক ক্ষতির মোকাবিলায় ১.৫ লক্ষ কোটি টাকার পুনর্বাসন পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

লকডাউন মোকাবিলায় ১.৫ লক্ষ কোটি টাকার পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয়েছে। নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনীতি সংক্রান্ত যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তারাই এই পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছয়মাসের জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই টাস্কফোর্স তৈরি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থসচিবের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল। তারাই এই পরিকল্পনা করেছে। রাজ্য সরকার এই পরিকল্পনা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আবেদন জানিয়ে বলেছেন, করোনা সংকট মোকাবিলায় জিডিপির অন্তত ৬ শতাংশ খরচ করা হোক। অন্যদিকে কেন্দ্রের কাছে বকেয়া থাকা ৫০ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।