দেশের প্রথম রাজ্য হিসেবে চিন থেকে পিপিই কিট আমদানি করল অসম। বুধবার রাতে চিন থেকে ৫০ হাজার পিপিই কিট এসে পৌঁছেছে গুয়াহাটিতে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উদ্যোগে ‘শত্রু রাষ্ট্র’ থেকে কেনা হল এই চিকিৎসা সরঞ্জাম। করোনা আবহের মধ্যেই চিন থেকে এভাবে কিট কেনা নিয়ে স্বভাবতই প্রশ্ন তুলবেন বিরোধীরা।


