করোনা আবহের মধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন বিজেপির শিবরাজ সিং চৌহান। আজ রাতে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। সূত্রের খবর এবার উপ মুখ্যমন্ত্রী পদে ২ জনকে বসাতে চলেছেন শিবরাজ। রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে শপথ নেওয়ার পরেই জরুরি বৈঠকে বসেন তিনি। তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার রাজ্য মন্ত্রিসভায় কোনও পদ থাকবে কিনা তা নিয়ে কোনও কথা হয়নি। রাজ্য বিজেপিতেও তাঁকে কোনও বিশেষ আসন দেওয়ার কথা হচ্ছে কিনা তা এখনও যানা যায়নি। কারণ বিজেপির এই দুর্গ ফিরে পেতে জ্যোতিরাদিত্যি ছিলেন মূল হাতিয়ার। তাকে দলে টানতে পেরেই অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছিলেন শিবরাজ সিংরা।



