দেশ

করোনা: দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর বিচারে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে গুজরাত

ভারতের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর বিচারে শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯৬ জন। ইতিমধ্যে দু’হাজার জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ৫২১ জন রোগীর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৮৯৬ জন রোগী। ২৬২ জন রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র ও গুজরাতের পর সর্বাধিক আক্রান্ত নয়াদিল্লি। ভারতের রাজধানীতে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ১২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১ হাজার ২৫৬ জন রোগী। মৃত্যু হয়েছে ৬৪ জনের। এরপর রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মোট ২ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬২৪ জন রোগী। মৃত্যু হয়েছে ১৫১ জন রোগীর। তালিকায় পঞ্চম স্থানে আছে রাজস্থান। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭০। সুস্থ হয়ে গিয়েছেন ১ হাজার ১২১ জন রোগী। ৬৫ জন রোগী মারা গিয়েছেন। তামিলনাড়ুতে ২ হাজার ৭৫৭ জন করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১ হাজার ৩৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জন রোগীর। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫২৫। সুস্থ হয়ে গিয়েছেন ৪৪১ ও মৃত্যু হয়েছে ৩৩ জন রোগীর। তালিকায় নবম স্থানে তেলেঙ্গানা। সে রাজ্যে মোট ১ হাজার ৬৩ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৮ জনের। পাশাপাশি এরই মধ্যে ৪৫৮ জন সুস্থ হয়ে ফিরে গিয়েছেন।