জেলা

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, শিলিগুড়িতে গ্রেপ্তার ২

শিলিগুড়িতে করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে বিদ্যুৎ বণ্টন কোম্পানির অস্থায়ী কর্মী সহ ২ জনকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার বিকেলে শহরের ভক্তিনগর ও মাটিগাড়া থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম অরিত্র চক্রবর্তী ও মনোজকুমার সিং। প্রথমজন ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। দ্বিতীয়জনের বাড়ি মাটিগাড়া থানা এলাকায়। তিনি ব্যবসায়ী। অভিযোগ, করোনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করেছে ধৃতরা। যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। এনিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। ধৃতদের বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস কমিশনারেটের সাইবার সেলে নির্দষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।