বসন্তোত্সব বাতিল হয়ে গেল বিশ্বভারতীতে। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির চিঠির পরেই বাতিল করে দেওয়া হল ঐতিহ্যমণ্ডিত বসন্তোত্সব। প্রস্তুতি সারা হয়ে গেলেও একেবারে শেষমূহূর্তে তা বাতিল করার সিদ্ধান্ত হল। ইউজিসির নির্দেশিকা পেয়ে টানা চার ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালের পড়ুয়াদেরও মন খারাপ। অখুশি হয়েছেন হোটেল মালিকরাও। বসন্তোত্সবকে কেন্দ্রে বিভিন্ন ভিনরাজ্য ও ভিনদেশের পর্যটকদেরও সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল এই স্থগিতাদেশ। এ বছর বসন্তোত্সব ঘিরে টানাপোড়েন চলছিল। শেষমেশ তা বতিলই হয়ে গেল।