কলকাতা জেলা বিবিধ

মাত্র তিন ঘন্টায় গঙ্গাসাগর, চালু হল ক্রুস পরিষেবা

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ কথিত আছে, সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঙ্গাসাগরের দুর্গম পথ কিছুটা সহজ হয়েছে। তবে তা সময় সাপেক্ষ বটে। কিন্তু আজ ব্যস্ত জীবনে মাত্র ৩ ঘন্টা সময়ের মধ্যেই কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে পারবেন যাত্রীরা। অর্থাৎ আজ বলা যেতেই পারে সব তীর্থ বার বার না হলেও, গঙ্গাসাগর বার বার। অসপ্রে ইন্ডিয়া নামক একটি সংস্থা রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু করল এক শীততাপ নিয়ন্ত্রিত ক্রুস পরিষেবা। আজ শুক্রবার, ৬ মার্চ থেকে নিয়মিত ভাবে মিলেনিয়াম পার্ক জেটি থেকে শুরু হল এই জাহাজ পরিষেবা। প্রতিদিন সকাল সাড়ে সাতটায় জাহাজ রওনা দেবে কচুবেড়িয়ার উদ্দেশে। তারপর সেখান থেকে সাগর। মালয়েশিয়া থেকে আনা হয়েছে এই জাহাজ। আপাতত একটি জাহাজ চলবে প্রতিদিন। ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে গঙ্গা বক্ষে ছুটবে এই জাহাজ। সংস্থার কর্ণধার ক্যাপ্টেন অঞ্জন সিনহা বলেন, সকাল সাড়ে ৭টায় রওনা দেবে জাহাজ। এগারোটা নাগাদ পৌঁছে যাবে কচুবেড়িয়া। তারপর সেখান থেকে মন্দিরে যাবেন পর্যটকরা। দুপুর তিনটের মধ্যে মন্দিরে পুজো দিয়ে, মধ্যাহ্ন ভোজ সেরে কচুবেড়িয়া জেটিতে চলে আসতে হবে সবাইকে। তিনটের সময় জাহাজ রওনা দেবে কলকাতার দিকে। সন্ধে সাড়ে ছ’টা-পৌনে সাতটা নাগাদ কলকাতায় পৌঁছবেন পর্যটকরা। আধুনিক অন্দরসজ্জায় সজ্জিত এই জলযানে ১৫৬ টি আসন রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জলযানটিতে রয়েছে ৩টি অত্যাধুনিক শৌচাগার, টিভি,সিনেমা দেখানোর দুটি জায়ান্ট স্ক্রিন। সংস্থার তরফে জানানো হয়েছে, এখন দু’ধরনের ভাড়া রয়েছে। সাধারণ শ্রেণির জন্য মাথা পিছু ১ হাজার টাকা। এবং প্রথম শ্রেণির ভাড়া মাথাপিছু ১৪০০ টাকা। প্রথম শ্রেণির ভাড়া দিয়ে টিকিট কাটালে মিলবে চা ও স্ন্যাকস। অনলাইনে বুক করা যাবে টিকিট। www.ospreyindia.com -এ গিয়ে যে কোনও দিনের টিকিট কাটতে পারবেন পর্যটকরা। দেখুন সেই ভিডিও –

ভিডিও – জ্যোতির্ময় দত্ত।