বিদেশ

করোনা ভাইরাসের উৎপত্তি চিনের জীবাণু অস্ত্র পরীক্ষাগার! দাবি সামরিক গোয়েন্দা কর্মকর্তার

ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস চিনের একটি গোপনীয় জীবাণু অস্ত্র পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়তে পারে। গবেষণাগারটি উহান শহরে অবস্থিত বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। ড্যানি শোহামের সংবাদটি প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস। ড্যানি শোহাম চিনের জীবাণু অস্ত্র বিষয়ে গবেষণা করেছেন। তার দাবি, ‘উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি’ প্রতিষ্ঠানটির সঙ্গে চিনের গোপনীয় জীবাণু অস্ত্র কর্মসূচির যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘ইনস্টিটিউটের কয়েকটি গবেষণাগার সম্ভবত চিনা জীবাণু অস্ত্র গবেষণা এবং বিকাশের জন্য নিযুক্ত রয়েছে।’ করোনা ভাইরাস নিয়েও ওই প্রতিষ্ঠানটি গবেষণা করছে বলে ধারণা করছেন তিনি। সার্সের মতো ভাইরাস নিয়ে গবেষণা চিনের জৈব রাসায়নিক অস্ত্র কর্মসূচির অন্তর্ভুক্ত বলে জানান ড্যানি। তবে চিন কর্তৃপক্ষ শুরু থেকেই দাবি করে আসছে তারা করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে তারা অবগত নন।