দেশ

করোনা ভাইরাসের মোকাবিলায় এইডসের ওষুধ ব্যবহারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের

নয়াদিল্লিঃ করোনা মোকাবিলায় এইডস-এর ওষুধ লোপিনাভির এবং রিটোনাভি ব্যবহার করার সুপারিশ করল স্বাস্থ্যমন্ত্রক। কোন ধরনের রোগীর ক্ষেত্রে ওই ওষুধের ব্যবহার করা যাবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের সুপারিশ অনুযায়ী, ৬০ পেরনো ব্যক্তি, যাঁরা ‘হাই-রিস্ক গ্রুপে’ আছেন, তাঁদের ক্ষেত্রেই লোপিনাভির এবং রিটোনাভির কম্বিনেশন ব্যবহার করা যাবে। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, কিডনির সমস্যা, ফুসফুসে সংক্রমণ এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কম, কেবল মাত্র তাঁদের ক্ষেত্রেই ওই ওষুধ প্রয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও হাইপক্সিয়া ও হাইপারটেনশনের রোগীদেরও ওই ওষুধ দেওয়া যেতে পারে। প্রসঙ্গত ভারতের জয়পুরে এক প্রবীণ ইতালীয় নাগরিকের উপর এই ওষুধের সফল প্রয়োগ করা হয়। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, কোভিড-১৯ রোগী তিন ধরনের হয়। যাঁরা মাইল্ড রোগী অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। অবস্থা দ্রুত খারাপ হলেই তাঁদের হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।