জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ করোনার জেরে লকডাউন। চাপ বেড়েছে রাজ্যের কোষাগারে। কেন্দ্র থেকে কোনও সাহায্যে এখনও আসেনি। সুতরাং করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নেটব্যাঙ্কিং বা অ্যাপে আর্থিক সহযোগিতা করতে পারবেন সাধারণ মানুষ। নবান্নে সাংবাদিক বৈঠকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড। এছাড়া লগ করতে পারেন wb.gov.in-এ।” এর পাশাপাশি থাকছে একটি মোবাইল নম্বরও। যোগাযোগ করুন সঞ্জয় বনশল- ৯০৫১০২২০০০। এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”রাজ্যকে বিপুল ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। ভাঁড়ার প্রায় শূন্য। ব্যবসা বন্ধ। দোকানপাট বন্ধ। লোকের হাতে পয়সা নেই। কী করব? আমরা একটা রাজ্য আপত্কালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন। জিনিস কিনের তাড়ায় একসঙ্গে সবাই সেইসব দোকানের বাইরে ভিড় জমাচ্ছেন। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের তোয়াক্কা না করেই জটলা তৈরি হচ্ছে। আর সেখান থেকে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। এই পরিস্থিতিতে কী ভাবে দোকানের বাইরে দাঁড়াতে হবে সেটা এঁকে দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে। অযথা ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু দোকানের বাইরে যেন জটলা না হয়, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে সবাইকে। করোনা পরিস্থিতিতে প্রশাসনের সাহায্য পেতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,”আমরা আলাদা কন্ট্রোলরুম না করে একটাই স্টেট কন্ট্রোল রুম করেছি। টোল ফ্রি নম্বর ১০৭০, ল্যান্ডলাইন ০৩৩ ২২১৪৩৫২৬।”