বিজেপি শাসিত কর্নাটকে মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কর্নাটকের একটি প্রাইমারি স্কুলের ৬০ জন শিশু। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদূর্গের একটি সরকারি প্রাইমারি স্কুলে। জানা গিয়েছে, মঙ্গলবার নির্ধারিত সময়ে স্কুলের প্রায় ১২৫ জন পড়ুয়ার মধ্যে মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন পড়ুয়ার পেটে ব্যথা শুরু করে। অনেকে বমিও করতে শুরু করে। এর পরই তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়। গত জুলাই মাসেই এই স্কুলে একইরকম ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ২০ জন শিশু।