কলকাতা

কলকাতাবাসীর জন্য সুখবর, গঙ্গাসাগরে চালু হচ্ছে বিলাসবহুল ক্রুজ পরিষেবা

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ শহরবাসীর জন্য সুখবর। আগামী শুক্রবার, ৬ মার্চ কলকাতা থেকে সাগর পর্যন্ত চালু করা হচ্ছে বিলাসবহুল ক্রুজ পরিষেবা । মাত্র সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে সাগর। তীর্থ  যাত্রী ও পর্যটকদের জন্য বিরাট সুখবর। জলপথে এবার মাত্র কয়েক ঘন্টায়  কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগর অথবা সুন্দরবন। চলতি সপ্তাহেই কলকাতা থেকে গঙ্গাসাগর বিশেষ ক্রুজ পরিষেবা শুরু হয়ে যাবে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর। কলকাতারই এক বাঙালি মেরিন ইঞ্জিনিয়ার মুম্বইয়ের সংস্থার সঙ্গে যৌথভাবে এই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছেন। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে প্রতিদিন সকাল ৭টায় মিলেনিয়াম পার্ক জেটি থেকে ছাড়বে এই ক্রুজ। সকাল সাড়ে ৭টা নাগাদ জলপথে সরাসরি পৌঁছে যাবে সাগরের কচুবেড়িয়ায়। সুন্দরবনের পর্যটকরা ওই জাহাজেই পৌঁছে যেতে পারবেন নামখানা পর্যন্ত। আবার ফিরতি পথে কচুবেড়িয়া থেকে ক্রুজ ছাড়বে বিকেল ৩ টে নাগাদ। যা রাত ৮টার মধ্যে কলকাতায় ফিরে আসবে। মাথাপিছু মাত্র ১০০০ টাকা ভাড়ায় আগ্রহী পর্যটকরা বিলাসবহুল এই জলযানে কলকাতা থেকে সাগর বা নামখানায় পৌঁছে যেতে পারবেন। একই ভাড়ায় ফিরতেও পারবেন সাগর থেকে। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে মালয়েশিয়া থেকে নিয়ে আসা ওই বিলাসবহুল এই ক্রুজ শিপ ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটতে পারবে। নদীর নাব্যতা জনিত সমস্যার কথা মাথায় রেখেই জলযানের নকশা প্রস্তুত করা হয়েছে। এর মাত্র ১ মিটার অংশ থাকবে জলের তলায়। আধুনিক অন্দরসজ্জায় সজ্জিত এই জলযানে ১৫৬ টি আসন রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জলযানটিতে রয়েছে ৩ টি অত্যাধুনিক শৌচাগার, টিভি,সিনেমা  দেখানোর দুটি জায়ান্ট স্ক্রিন। যাত্রীরা সেখানে নিজেদের পছন্দ মত ক্রিকেট, ফুটবল ম্যাচ বা সিনেমা দেখতে পারবেন। পাশাপাশি তাঁদের জন্য হালকা খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকছে। যার দাম টিকিটের মধ্যেই ধরা থাকবে।