কলকাতা

কলকাতার বজ্রবিদ্যুৎ সহ একাধিক জায়গায় শিলা বৃষ্টি

আজ বিকেল থেকেই আকাশ কালো করে বৃষ্টি আসে শহরজুড়ে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী বাতাসের সংঘাতেই এই অকাল বর্ষণ।
হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু তার আগেই প্রবল বর্ষণের সাক্ষী থাকল তিলোত্তমা। মঙ্গলবার বিকেল হতে না হতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। কলকাতায় একাধিক জায়গায় শিলাবৃষ্টিও হয়। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকেও শিলাবৃষ্টির খবর মেলে। যেখানে শিলাবৃষ্টি হয়নি, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতেই বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। তেমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে মুষলধারে। মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায়। 

নিক্কো পার্কের কাছে উপড়ে গেছে একটি গাছ