কলকাতা

কলকাতায় মোদির সফরকে কেন্দ্র করে ‘গো ব্যাক মোদি’ স্লোগান, পথে নেমে প্রতিবাদ, পুড়ল মোদির কুশপুতুল

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহরে আসছেন দু’ দিনের সফরে । এই নিয়ে সিপিএম আগেই জানিয়েছিল তিনি শহরে আসলে বিক্ষোভ প্রদর্শন করবে। আজ সকাল থেকেই পথে নেমেছে বামেদের ছাত্র-যুব সংগঠনগুলিও। ‘গো ব্যাক মোদি’ প্ল্যাকার্ড ও স্লোগানে ছেয়ে গেছে শহরের তিনটি এলাকা। কলেজ স্ট্রিট, যাদবপুর এবং ধর্মতলায় মিছিল হচ্ছে। পোড়ানো হবে মোদির কুশপুতুল। জেএনইউ-র হামলা, সিএএ, এনআরসি,কর্মসংস্থানের দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গান, স্লোগানে মোদিজিকে ফেরত পাঠানোর স্লোগান দিচ্ছে তারা। কলকাতাসহ রাজ্যজুড়ে মোট ৫০০টি জায়গায় বিক্ষোভ দেখাবে তারা। বিকেলের পর রাজভবনমুখী হবে বাম ছাত্র-যুব ও অতিবামপন্থী সংগঠনগুলি। লেনিনমূর্তির নীচে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সিপিএমের। কালো পতাকা, কালো বেলুন নিয়ে মোদির বিরোধিতা করা হচ্ছে।