কলকাতা জেলা

কলকাতায় স্বাভাবিক হলেও, রাজ্যে দফায় দফায় রেল-রাস্তা অবরোধ

ধর্মঘট শুরু প্রথম কয়েক ঘণ্টায় মিশ্র প্রভাব পড়ল রাজ্যে

দেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু প্রথম কয়েক ঘণ্টায় মিশ্র প্রভাব পড়ল রাজ্যে। তবে কলকাতা শহরে সকাল ৮টা পর্যন্ত বনধের তেমন কোনও প্রভাব দেখা যায়নি। তবে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় কম যান চলাচল করছে। সকালে যাদবপুর স্টেশনে বামেদের মিছিল পৌঁছলে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যহত হয়। আজ বাম-কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের গণসংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটে সকাল থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় রেল অবরোধ করেছেন ধর্মঘট সমর্থকরা। বারাসত, হৃদয়পুর, যাদবপুর, দমদম, কাঁচড়াপাড়া, হাসনাবাদ শাখায় স্টেশনে রেল অবরোধ করা হয়েছে। অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেডে কলাপাতা ফেলে ট্রেন আটকেছেন ধর্মঘটীরা। পাশাপাশি হাওড়া মেন লাইনের চুঁচুড়া-হুগলী স্টেশনের মাঝে এবং হিন্দমোটর স্টেশনেও চলছে রেল অবরোধ। রেল অবরোধ চলছে মেদিনীপুর স্টেশনে লাইনে নেমে রেল অবরোধ করছেন ধর্মঘটীরা। ধর্মঘটের জেরে স্টেশনে স্টেশনে আটকে পড়েছে বেশ কিছু ট্রেন।