কলকাতা

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ৫ জঙ্গি

কলকাতাঃ নাগাল্যান্ড এবং মণিপুরের সক্রিয় জঙ্গি সংগঠন রয়েছে অসমে ৷ একের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে তোলা আদায়ের টাকায় কিনছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ৷ এই মুহূর্তে উত্তর-পূর্বের সক্রিয় জঙ্গি সংগঠন গুলির অন্যতম জোলিয়ানগ্রঙ্গ ইউনাইটেড ফ্রন্ট৷ তাদের সদস্যরা ডেরা বেঁধেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ৷ তারই প্রমাণ পাওয়া গেল আজ ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করল ৫ জঙ্গিকে ৷