কলকাতা

কলকাতা বন্দরের পর এবার বিজেপির নাম পরিবর্তনের তালিকায় পরবর্তী টার্গেট ‘ভিক্টোরিয়া’

২ দিনের সফরে এসে ফিরে যাওয়ার পথে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নাম পরিবর্তনের খেলায় বিজেপির নেক্সট ‘টার্গেট’ কলকাতা তথা বাংলার শান ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল।’ জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার ঐতিহ্যের নাম পরিবর্তন করে রাণী লক্ষীবাঈয়ের নামে নাম রাখার কথা প্রস্তাব করেছেন বিজেপি নেতা সুব্রমনিয়ান স্বামী।