
মঙ্গলবার নজরুল মঞ্চে ঢোকার মুখেই ছাত্রদের চরম বিক্ষোভের মুখে রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর গাড়ি ঘিরে চরম বিক্ষোভ দেখায় সাধারণ ছাত্রছাত্রীরা। গো ব্যাক স্লোগানে মুখরিত নজরুল মঞ্চের বাইরের চত্বর। যদিও বেশ কিছুক্ষণপর পুলিসি তত্পরতায় কোনওক্রমে তাঁকে গ্রিনরুমে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তাঁকে। কিন্তু বিক্ষোভ না কমায়, সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকার। উপাচার্য আপ্রাণ চেষ্টা করেন সেই বিক্ষোভ সামলানোর। কিন্তু তখনও বিক্ষোভ এতটুকু না কমায়, তিনি জানান রাজ্যপাল এই অনুষ্ঠানে থাকবেন না। নোবেলজয়ী অথরনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে ডিলিট তিনিই তুলে দেবেন, যা রাজ্যপালের তুলে দেওয়ার কথা ছিল। একথা ঘোষণার পরই বিক্ষোভ প্রত্যাহার হতে থাকে এবং অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়। বিক্ষোভ চললেও দীর্ঘক্ষণ অনুষ্ঠানস্থলে ছিলেন রাজ্যপাল। অবশেষে নজিরবিহীনভাবে অনুষ্ঠানে যোগ দিতে এসেও বিক্ষোভের জেরে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে হল রাজ্যপালকে। কয়েকজন অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে ফিরিয়ে আনার দাবি তোলা হলে ফের শুরু হয় বিক্ষোভ। কিছু পরে সেই দাবি মানা হবে না বুঝতে পেরে বিক্ষোভ থামে।



