কলকাতা ক্রাইম

কসবায় স্ত্রীর উপর অ্যাসিড হামলা, ধৃত স্বামী

কলকাতাঃ আজ বেলা পৌনে ১২টা নাগাদ কসবা এলাকায় অ্যাসিড আক্রান্ত হয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। আচমকাই পিছন থেকে এসে তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারে এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অ্যাসিড ছুড়েই মারা হয়েছে মহিলার উপর। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশকর্মীরা। কী ধরনের রাসায়নিক ওই মহিলার উপর ছুড়ে মারা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষার জন্য তা গবেষণাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, ধৃত ব্যক্তি আক্রান্ত মহিলার স্বামী। জেরা করছে পুলিশ। জানা গেছে, পারিবারিক বচসার জেরে স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে মেরেছে তার স্বামীর ৷ মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে লেগে থাকত ঝগড়া ৷ আজ সকালেও পরিস্থিতি ছিল এরকমই ৷ তীব্র বাদানুবাদের আওয়াজ পাচ্ছিলেন প্রতিবেশীরা ৷ এরপর ওই মহিলা তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য বাড়ি থেকে বের হন ৷ সেই সুযোগে তাঁর স্বামী পিছন থেকে ঘরে মজুত বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ছুঁড়ে মারেন ৷ যদিও একটি সূত্রের দাবি, আজ সকালে বছর ২৪-এর ওই তরুণী তাঁর শিশুপুত্রকে খাবার খাওয়ানোর জন্য ১১৯, বিবি চ্যাটার্জি রোডের স্কুলে গিয়েছিলেন। সেই সময় তাঁর স্বামী জয়ন্ত দাস পেছন থেকে এসে স্ক্রু ড্রাইভার দিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেন তিনি। তখন জয়ন্ত তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ।