কলকাতা

কাঁকুড়গাছিতে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

কাঁকুড়গাছি মোড়ে একটি বহুতলে আগুন । ঘটনাস্থানে দমকলের ৭টি ইঞ্জিন । সকাল ৮টা নাগাদ বহুতলের দোতলায় ফিটনেস সামগ্রীর দোকানে আগুন লাগে । সেখান থেকে বহুতলের অন্য অংশেও ছড়িয়ে পড়ে আগুন । শর্ট সার্কিটের জেরেই এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান । প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷