প্রয়াত কাজী নজরুল ইসলামের পুত্রবধু উমা কাজী। গতকাল রাতেই ঢাকার হাসপাতালে মৃত্যু হয় উমা কাজীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি হৃদযন্ত্রের নানা সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকার বনানীতে থাকতেন উমা কাজী। নজরুল ইসলামের বড় ছেলে সব্যসাচী কাজীর স্ত্রী উমা কাজীর দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে একা রেখে চলে গেলেন উমা কাজী। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ উমা কাজীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলা। প্রসঙ্গত নজরুল ইসলামের বড় ছেলে সব্যসাচী কাজী মারা যান ১৯৭৯ সালে। তারপর থেকে তার সকলেই বাংলাদেশের ঢাকায় থাকতে শুরু করেন। সূত্র থেকে জানা গিয়েছে, আজ বনানীর কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে।


