মালদা

কাটমানি নিয়ে নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদে সরব গ্রামবাসীরা

হক জাফর ইমাম, মালদাঃ কাটমানি নিয়ে নিম্নমানের রাস্তা তৈরি করার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনার জেরে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানার নূরপুর এলাকায়। ঘটনায় রাজনৈতিক দলগুলি একই অভিমত পোষণ করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে ফোনে অভিযোগ জানানো হয়েছে মালদা মানিকচকের বিডিওকে।জানা গিয়েছে ২৬ কোটি টাকা ব্যয়ে নুরপুর ব্যারেজ থেকে নাজিরপুর প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার বাঁধের ওপর রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে সেচদপ্তর।গ্রামবাসীরা দেখতে পান অত্যন্ত নিম্নমানের রাস্তার কাজ করা হচ্ছে।বিষয়টি নিয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানালেও কোন ভ্রুক্ষেপ করছিল না।বাধ্য হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই রাস্তার কাজ বন্ধ করে দেন। তাদের অভিযোগ যেখানে সিডিউলে ৬ ইঞ্চি ধুস ও ইঁট ফেলার নির্দেশ রয়েছে সেখানে ২ ইঞ্চি ফেলে কাজ করা হচ্ছে। তাছাড়াও যে সমস্ত জিনিস দেওয়ার কথা তা কিছুই দেওয়া হচ্ছে না।তাদের কাছে সিডিউল দেখতে চাইলে তাও না দেখানোর অভিযোগ উঠেছে।এলাকার বাসিন্দা তথা মালদা নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের অভিযোগ যে ঠিকদার মোটা অঙ্কের কাটমানি দিয়েছে শাসকদের কিছু নেতাকে,আর কাজ ধরেছে আর যার ফলে নিম্নমানের জিনিস ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে।এই বাঁধের রাস্তা বহুদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল।সম্প্রতি সেচদপ্তর এই বাঁধকে মেরামতির উদ্যোগ নেই।গ্রামবাসীদের দাবী স্বচ্ছভাবে রাস্তার কাজ না হলে রাস্তার কাজ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।