কলকাতা

কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারাপীঠে ভক্তের ঢল

কলকাতাঃ আজ কালীপুজো। তাই ভোর থেকেই দক্ষিণেশ্বরে নেমেছে মানুষের ঢল। এদিন ভোরে মা ভবতারিণীকে স্নান করিয়ে রাজবেশ পড়ানো হয়েছে। এরপর মঙ্গলঘটে নতুন করে গঙ্গাজল ভরে সেটি স্থাপন করা হয়। সকাল থেকেই চলছে পুজাপাঠ। কালীপুজো উপলক্ষ্যে এদিন দক্ষিণেশ্বর চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হয়েছে বিশাল পুলিশবাহিনী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা অপেক্ষায় রয়েছেন মা ভবতারিণীকে একবার দর্শন করবেন বলে। দক্ষিণেশ্বর কালীমন্দির চত্বর বিশেষ আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। একইভাবে কালীঘাটেও হয়েছে ভক্তসমাগম। সকাল থেকেই লম্বা লাইন কালীঘাট মন্দির ছাড়িয়ে বাইরে পর্যন্ত চলে এসেছে। বীরভূমের অন্যতম শক্তিপীঠ তারাপীঠেও লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। কড়া নিরাপত্তায় ভক্তরা মন্দিরে প্রবেশ করছেন। রয়েছে বিশাল পুলিশবাহিনী। সকাল থেকেই সাজসাজ রব তারাপীঠে। মায়ের বিশেষ ভোগ রান্না হয়েছে। দীপান্বিতা কালীপুজো শুরু হবে নিশিরাতে।