আজ বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীর নিয়েই টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে তিনি লেখেন, ‘কাশ্মীরের মানবাধিকার, শান্তির জন্য প্রার্থনা করি। মানবাধিকার রক্ষা হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালেও সরব হয়েছিলাম। মানবাধিকার রক্ষা এবং লকআপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’ এদিন সকালে তিনি টুইটে লেখেন, ‘আজ বিশ্ব মানবিকতা দিবস। সেখানে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে কাশ্মীরে। আসুন আমরা প্রার্থনা করি যাতে কাশ্মীরে মানবাধিকার এবং শান্তি বজায় থাকে।’
আজ বিশ্ব মানবিকতা দিবস ।কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি ১/২
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019
মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি ২/২
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019