কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গি দমন করতে গিয়ে শহিদ হয়েছেন এক কর্নেল-সহ পাঁচ নিরাপত্তা বাহিনীর জওয়ান। তাঁদের প্রতি টুইটারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, শহিদদের এই সাহস এবং আত্মত্যাগ কোনওদিন দেশের মানুষ ভুলবে না।
রবিবার পণবন্দিদের জঙ্গিদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা-সহ চার সেনা জওয়ান। এছাড়া জম্মু-কাশ্মীর পুলিশের এক সাব ইন্সপেক্টরও জঙ্গি মোকাবিলায় নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে দুই জঙ্গিও মারা যায়। এরপরই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘হান্দওয়ারায় শহিদ হওয়া বীর সেনা এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আমি শ্রদ্ধা জানাই। তাঁদের সাহস এবং বলিদানকে কোনওদিন ভোলা যাবে না। তাঁরা দেশসেবায় নিজেদের উত্সর্গ করার চূড়ান্ত নিদর্শন রেখেছেন এবং দেশবাসীর নিরাপত্তায় নিরন্তর কাজ করে গিয়েছেন। তাঁদের পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই।’


