বিদেশ

কাশ্মীর নিয়ে ‘জলসা’র ডাক ইমরানের

ইসলামাবাদঃ কাশ্মীর নিয়ে গোটা বিশ্বকে বার্তা দিতে ‘জলসা’ বা মহামিছিলের ডাক দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইমরানের টুইট, ‘আগামী ১৩ সেপ্টেম্বর আজাদ কাশ্মীরের (পাক অধিকৃত কাশ্মীর) রাজধানী মুজফফরাবাদে মহামিছিল হবে। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন, ভারতীয় সেনার অত্যাচার, মুসলিমদের উপর গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিশ্বকে বার্তা দিতে এবং কাশ্মীরের মানুষের ‘পাশে দাঁড়াতে’ এই মহামিছিলের ডাক দেওয়া হচ্ছে।’কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে কাশ্মীরবাসীর মানবাধিকার লঙ্ঘন করেছে নয়াদিল্লি, আন্তর্জাতিক মঞ্চে বার বার এটাই তুলে ধরার চেষ্টা করেছে পাকিস্তান। ইমরান খান এর আগে পাক পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বার বার বলেছেন, কাশ্মীর হল পাকিস্তানের ঘাড়ের মধ্যে থাকা মূল রক্ত সংবহনকারী ধমনীর মতো। কাশ্মীর ছাড়া পাকিস্তান অর্থহীন। কাশ্মীর ছাড়া পাকিস্তান অস্তিত্বহীন। তাই কাশ্মীরের জন্য পাকিস্তান শেষ দেখে ছাড়বে। সব কিছু বাজি রেখে লড়বে। ভারতীয় কূটনীতিকরা এই কর্মসূচি নিয়ে অশান্তির মেঘ দেখছেন। কারণ মুজফ্ফরাবাদে এই বিশাল র‌্যালিতে পাকিস্তানের সেলিব্রিটি ক্রিকেটার, অভিনেতা, বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের যোগ দিতে অনুরোধ জানিয়েছেন ইমরান। এই সমাবেশ সফল হলে তার জেরে উত্তপ্ত হতে পারে এপারের কাশ্মীরও। মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাষ্ট্রসংঘে সরব হয়েছিল পাকিস্তানও। তার জবাবে বিদেশসচিব (পূর্ব) বিজয় সিং ঠাকুর বলেন, গোটা দুনিয়া জানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান। তাদের মুখে মানবাধিকার নিয়ে জ্ঞান দেওয়া শোভা পায় না।