দেশ

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সেখানে হিংসায় মদত দিচ্ছেঃ রাহুল

কাশ্মীরে হিংসার ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকেই দায়ী করলেন রাহুল গান্ধী। বুধবার সাত সকালে টুইট করে তিনি বলেন, “সরকারের সঙ্গে অনেক বিষয়ে আমার মতান্তর রয়েছে। কিন্তু একটা কথা স্পষ্ট করে দিতে চাই। কাশ্মীর হল ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে পাকিস্তান বা অন্য কোনও দেশের নাক গলানোর কোনও জায়গা নেই”। এখানেই থামেননি রাহুল। তিনি টুইটে আরও লিখেছেন, জম্মু ও কাশ্মীরে হিংসার ঘটনা ঘটছে ঠিকই। কিন্তু এও ঠিক পাকিস্তানের উস্কানি ও মদতেই তা হচ্ছে। পাকিস্তান যে সন্ত্রাসবাদের সমর্থক তা গোটা বিশ্ব জানে।