জেলা

কুকুরের মতো গুলি করে মারার নিদানের জেরে দিলীপের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের

রবিবার রানাঘাটে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। এরপর রানাঘাটে এফআইআর দায়ের করা হয় দিলীপের বিরুদ্ধে। এবার এফআইআর হল বারাসত থানায়। তা সত্ত্বেও টনক নড়েনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। উল্লেখ্য, গত রবিবার রানাঘাটে সিএএ সমর্থনে জনসভায় দাঁড়িয়ে বেলাগাম আক্রমণ করেন প্রতিবাদীদের। তিনি বলেন, যাঁরা প্রতিবাদের নামে বিক্ষোভ দেখিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করছেন, তাঁদের গুলি করে মারা উচিত। অসম-উত্তরপ্রদেশ-কর্ণাটকে বিজেপি শাসিত সরকার তা করে দেখিয়েছে। দিলীপ ঘোষ বলেন, বাংলায় তারা সুযোগ পেলে এমনভাবেই কুকুরের মতো গুলি করে মারতেন বিক্ষোভকারীদের। এ রাজ্যের সরকার একজনকে গ্রেফতার পর্যন্ত করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষমতাই নেই। আমরা ক্ষমতায় এলে বিক্ষোভ প্রতিহত করতে লাঠি পেটা করব, গুলি করব, জেলেও পাঠাব। দিলীপের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। নিন্দায় মুখর হয়েছেন সমস্ত মহলই।