কলকাতা জেলা

‘কুকুরের মতো মানুষ মেরেছে বিজেপি সরকার’, রাজ্য সভাপতির মন্তব্যের নিন্দায় বাবুল

তাঁরা দুজনেই বঙ্গ বিজেপির দুই প্রধান মুখ। একজন সাংসদ এবং রাজ্য সভাপতি। আরেকজন কেন্দ্রীয়মন্ত্রী। অথচ সেই দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়র মধ্যেই চলছে পরস্পরবিরোধী টিপ্পনি। দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সময় দলীয় বৈঠকে আসতে দেরি করেছিলেন বাবুল। তা নিয়ে বন আবহাওয়া ও পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে তীব্র খোঁচা দিয়েছিলেন প্রদেশ বিজেপি সভাপতি। দিলীপের ‘‌কুকুরের মতো গুলি করে মারা উচিত’‌ মন্তব্যকে ‘‌অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’‌ বলে সোমবার তাঁকে পাল্টা  ঠুকলেন কেন্দ্রীয়মন্ত্রী। রবিবার নদিয়ার একটি জনসভায় গত ডিসেম্বরে সিএএ বিক্ষোভকারীদের হাতে রেল এবং সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, ‘‌দিদির পুলিস ওদের কিছু করেনি কারণ ওরা তাঁর ভোটার। আমাদের সরকার উত্তর প্রদেশ, অসম আর কর্নাটকে ওদের কুকুরের মতো গুলি করে মেরেছে।’‌দিলীপের ওই মন্তব্য ঘিরে প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। সব কটি রাজনৈতিক দল তাঁর ওই মন্তব্যের বিরোধিতা করে। এরপরই সোমবার সকালে দিলীপের দলীয় সহকর্মী বাবুল সুপ্রিয়ও তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, ‘‌ওই কথা বলে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপদা।’‌ বিজেপিশাসিত অন্য রাজ্যগুলির সরকারের বিক্ষোভ দমনে পদক্ষেপ সম্পর্কে করা দিলীপের মন্তব্য একান্তই তাঁর নিজস্ব। এর সঙ্গে দলের কোনও যোগ নেই বলে টুইটারে জানিয়ে বাবুল লিখেছেন, ‘‌ওটা সম্পূর্ণ তাঁর কল্পনা। উত্তর প্রদেশ, অসমের বিজেপি সরকার কখনওই, কোনও কারণেই মানুষকে গুলি করে মারার নির্দেশ দেয়নি।’