কলকাতা জেলা

কুয়াশার জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে দক্ষিণ-পূর্ব রেলে

কুয়াশার জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করছে দক্ষিণ-পূর্ব রেল। তারা জানিয়েছে, কয়েকটি ট্রেন আগামীদিনে নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে আপ-ডাউন সাঁতরাগাছি-আনন্দ বিহার সপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন। বাতিল ছাড়াও কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হচ্ছে। পণ্য পরিবহণকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক: চলতি আর্থিক বছরের বাকি মাসগুলিতে কতটা পণ্য পরিবহণ হতে পারে, সুষ্ঠুভাবে পণ্য পরিবহণে রেল কী কী ব্যবস্থা করেছে, সেসব নিয়ে পণ্য পরিবহণকারী সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন দক্ষিণ-পূর্ব রেলের কর্তারা। গার্ডেনরিচে এই জোনের সদর দপ্তরে মঙ্গলবার বৈঠকটি হয়। পাতাল পথে মহড়া: পাতাল পথে ট্রেন আটকে পড়ার ঘটনা নতুন নয়। এই ধরনের ঘটনায় যাতে আরও তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো যায়, তার জন্য বিশেষ মহড়া চালাল মেট্রো কর্তৃপক্ষ। গত রবিবার সকালে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ার আগে কালীঘাট ও রবীন্দ্রসরোবর স্টেশনের মধ্যে এই মহড়াটি হয়।