কুয়োয় পড়ে অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে। মৃত পরীক্ষার্থীর নাম নেহা কুমারি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলটি থানা এলাকার নেহা শুক্রবার সকালে বাড়ির পাশের কুয়ো থেকে জল আনতে যায়। হঠাৎই অসাবধানবশতঃ কুয়োতে পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


